ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

নির্বাচন পরবর্তী প্রধান উপদেষ্টার কর্মপরিকল্পনা জানাল প্রেস উইং

২০২৬ জানুয়ারি ১১ ১৮:৩২:২৬

নির্বাচন পরবর্তী প্রধান উপদেষ্টার কর্মপরিকল্পনা জানাল প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে এই সফরে অংশ নেবেন।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, জাপান সফরে প্রধান উপদেষ্টা বিভিন্ন আন্তর্জাতিক আলোচনায় অংশ নেবেন এবং দুই দেশের মধ্যে সমন্বয় বাড়াবেন।

এর আগে সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে। বৈঠকে আকি আবে নির্বাচন পরবর্তী বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়ে তিনটি মূল ক্ষেত্রের ওপর আলোকপাত করার অনুরোধ জানান।

উপপ্রেস সচিব জানান, অধ্যাপক ইউনূস ডিজিটাল হেলথ কেয়ার, নারী ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সহায়তা এবং প্রবাসীদের পরিবারের খোঁজখবর রাখার জন্য ডিজিটাল সিস্টেমের প্রসার নিশ্চিত করতে কাজ করবেন। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম এবং ‘তিন শূন্য’ উদ্যোগকে তিনি অগ্রাধিকার দেবেন।

প্রধান উপদেষ্টা জাপান সফরে ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। ফাউন্ডেশনটি সমুদ্রসম্পদ, ব্লু-ইকোনমি এবং অন্যান্য গবেষণায় বিশেষ খ্যাতি অর্জন করেছে। অধ্যাপক ইউনূস সফরে এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত