ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

‘ভারত-বাংলাদেশ বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব নেই’

২০২৬ জানুয়ারি ১১ ১৬:৩৭:০৪

‘ভারত-বাংলাদেশ বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব নেই’

নিজস্ব প্রতিবেদক: আইপিএলকে ঘিরে সাম্প্রতিক আলোচনার কোনো প্রভাব ভারত-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়েনি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তার ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক নিয়মেই অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে কোনো নেতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে না।

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গেই উদার বাণিজ্য নীতিতে বিশ্বাসী। তিনি বলেন, যতদিন দেশের অভ্যন্তরীণ বাণিজ্যিক স্বার্থে ব্যাঘাত না ঘটে, ততদিন কোনো নির্দিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় না। সামগ্রিকভাবে বাংলাদেশ মুক্ত ও উদার বাণিজ্য ব্যবস্থার পক্ষেই অবস্থান করছে।

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, বিভিন্ন সময় নেওয়া পদক্ষেপগুলোর বাস্তব প্রভাব পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এসব কারণে দুই দেশের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন রাজনৈতিক বা কূটনৈতিক ঘটনাগুলো সাধারণত দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলে না। তবে তিনি উল্লেখ করেন, গত মে মাসে ভারত কিছু স্থলবন্দর বন্ধ করে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বন্ধ করায় রপ্তানি কিছুটা কমেছে। তবুও বাংলাদেশ এ বিষয়ে কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি।

ভারতে পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে বাণিজ্য সচিব স্পষ্ট করে বলেন, এটি নেওয়া হয়েছে দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখার স্বার্থে। কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাংলাদেশের বাণিজ্য নীতির মূল লক্ষ্য দেশের অভ্যন্তরীণ চাহিদা ও স্বার্থ রক্ষা, অন্য কোনো দেশের ক্ষতির বিষয়টি এখানে বিবেচ্য নয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত