ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

ত্রয়োদশ নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণের আশ্বাস ইইউর

২০২৬ জানুয়ারি ১১ ১৭:১৮:২৬

ত্রয়োদশ নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণের আশ্বাস ইইউর

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণের বিষয়ে স্পষ্ট অবস্থান জানাল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল নিয়ে কোনো পক্ষপাত নয়, বরং সম্পূর্ণ নিরপেক্ষ মূল্যায়নই তুলে ধরা হবে—এমন আশ্বাস দিয়েছেন ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি জানান, এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে মোট প্রায় ২০০ জন পর্যবেক্ষক কাজ করবেন।

ড. ইভারস আইজাবস বলেন, প্রথম ধাপে ৪৬ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আজ ঢাকায় পৌঁছাবেন। তারা বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে পড়বেন এবং মাঠপর্যায়ে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করবেন।

তিনি আরও বলেন, ইইউর সব পর্যবেক্ষকই নিরপেক্ষতা রক্ষায় বাধ্য। বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউ কোনো পূর্বধারণা নিয়ে কাজ করছে না। ভোটগ্রহণ শেষ হওয়ার পর আগামী ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। এরপর প্রায় দুই মাস পর প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন।

নির্বাচন ঘিরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা ও তথ্যপ্রবাহ তৈরি হবে, তা আলাদাভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। এ জন্য ইইউর নিজস্ব মনিটরিং ও ফ্যাক্ট চেকিং টিম কাজ করবে।

ড. আইজাবস বলেন, নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের আস্থা নিশ্চিত করা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তারা জানিয়েছে, সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এ জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত ও কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইইউর ধারাবাহিক আলোচনা চলছে। লেভেল প্লেয়িং ফিল্ড মূল্যায়নে বিভিন্ন সূচক ও পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচন পরিস্থিতি বিশ্লেষণ করবে ইইউ। তাঁর মতে, বাংলাদেশ একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা রাখে।

গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজন অস্বাভাবিক নয় উল্লেখ করে আইজাবস বলেন, নির্বাচন-পূর্ব ও পরবর্তী সহিংসতার ঝুঁকি বিষয়টিও পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইইউ পর্যবেক্ষকরা ৬৪ জেলায় গিয়ে নারী, সংখ্যালঘু ও সব শ্রেণির ভোটারের অংশগ্রহণ পরিস্থিতি খতিয়ে দেখবেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত