ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

টেকনাফ সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের দাবি বিএনপি-জামায়াতের

২০২৬ জানুয়ারি ১১ ১৭:৩৬:৪৮

টেকনাফ সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের দাবি বিএনপি-জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: টেকনাফের হোয়াইক্যংয়ে সীমান্তবর্তী এলাকা অস্থির হয়ে উঠেছে। মিয়ানমারের রাখাইন প্রদেশের অভ্যন্তরে দুই বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের জেরে ছোড়া গুলিতে আফনান (১২) নামের এক শিশু গুরুতর আহত হয়েছেন। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের তেচ্ছিব্রিজ এলাকায় যান চলাচল অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করে।

ঘটনাস্থলে উপস্থিত হন উখিয়া-টেকনাফ আসনের বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারি। দুই প্রার্থী একসাথে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। স্থানীয়দের তিন দফা দাবি মেনে দুপুরের পরে অবরোধ তুলে নেয়া হয়। দাবিগুলো ছিল— সীমান্তে অবস্থানরত দুর্বৃত্তদের অপসারণ, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং সীমান্ত নিরাপত্তায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ।

শাহজাহান চৌধুরী বলেন, আমরা চাই সীমান্তবর্তী জনগণ শান্তিতে থাকুক। সেনাবাহিনী ও আমাদের উপস্থিতি দেখে স্থানীয়রা শান্ত হয়েছে। সরকারকে অনুরোধ করছি, সীমান্ত থেকে দুর্বৃত্তদের দ্রুত অপসারণ করা হোক।

নুর আহমদ আনোয়ারি জানান, শাহজাহান চৌধুরী ও আমরা আসি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। সরকারের কাছে সীমান্ত নিরাপত্তায় জোর দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৫৩ জন বিদ্রোহীকে আটক করা হয়েছে। সীমান্তে এই ধরনের সংঘাতের কারণে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত