ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিয়ে ইসির বিশেষ বৈঠক

২০২৬ জানুয়ারি ১১ ১৪:৪১:৫০

নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিয়ে ইসির বিশেষ বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে নির্বাচন কমিশন (ইসি) রোববার (১১ জানুয়ারি) সশস্ত্র বাহিনীসহ ১৬টি নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠক করেছে। সকাল ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ে শুরু হওয়া বৈঠক ঘণ্টাব্যাপী চলার পর সকাল ১০টায় শেষ হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসি সচিবও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ রাখতে নির্বাচন কমিশন সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিম এবং রিটার্নিং কর্মকর্তাদের সমন্বয়ে বিভিন্ন কমিটি গঠন করেছে। তবে সমন্বয় কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বের আইনশৃঙ্খলা সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং অন্যান্য নিরাপত্তা বিষয়ক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, “মিটিংটি যদিও ছোট ছিল, তবে গুরুত্ববহ। নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত কমিটিগুলো ঠিকভাবে কাজ করছে না। তা কার্যকরভাবে কাজ করবে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মনিটরিং, মাঠ পর্যায়ের তদারকি এবং কমিশনকে তথ্য সরবরাহ করা ছিল বৈঠকের মূল উদ্দেশ্য।”

এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইসির উপসচিব মো. মনির হোসেন এই বৈঠকের বিজ্ঞপ্তি জারি করেন। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় সাধনের জন্য বৈঠক ডাকা হয়েছে।

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহাপরিচালক এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত