ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

‘নির্বাচনের মাঠে সম্পূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত’

২০২৬ জানুয়ারি ০৯ ১৮:৪৫:০৬

‘নির্বাচনের মাঠে সম্পূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত’

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের মাঠে পূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত রয়েছে। বর্তমানে প্রার্থীদের যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। নির্বাচনি প্রচার কার্যক্রম ২২ জানুয়ারি থেকে শুরু হবে। তিনি বলেন, নির্বাচনের আমেজ ইতোমধ্যেই দেশজুড়ে দৃশ্যমান।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং থানার ঘাট এলাকায় হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শনকালে শফিকুল আলম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কিছু বিতর্ক উঠেছে। কিন্তু আমাদের পর্যবেক্ষণে দৃশ্যমান কোনো সমস্যা নেই। পুরোপুরি সমান সুযোগ রয়েছে; ছোট ও বড় সব রাজনৈতিক দল সমানভাবে নির্বাচন করার সুযোগ পাচ্ছে।”

প্রেস সচিব শফিকুল আলম দেশের পূর্ণ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। আমাদের দেশে ইসলাম এসেছে পীর-আউলিয়ার হাত ধরে। কিছু ব্যক্তি মাজারে আঘাত করার চেষ্টা করছে, যা মোটেও কাম্য নয়। এটা সম্পূর্ণভাবে নিন্দনীয়। বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ, যেখানে শান্তিতে বসবাস করা প্রত্যাশিত।”

তিনি পুলিশের মনোবল বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়েও আলোকপাত করেন। শফিকুল আলম বলেন, “আগের তুলনায় পুলিশের মনোবল বেড়েছে। মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষও আরও সচেতন হচ্ছে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত