ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

জুলাই আন্দোলনে গুম হওয়া নূর নবী জকসু সম্পাদক

২০২৬ জানুয়ারি ০৮ ১৪:৫৯:৩৫

জুলাই আন্দোলনে গুম হওয়া নূর নবী জকসু সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও সংগ্রামের মধ্য দিয়েই আবার আলোচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর নবী। একসময় গ্রেপ্তার ও গুমের শিকার হওয়া এই ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বিজয়ের মাধ্যমে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন।

বৃহস্পতিবার প্রকাশিত জকসুর চূড়ান্ত ফলাফলের প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা যায়, শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন নূর নবী।

নির্বাচনী ফল অনুযায়ী, নূর নবী মোট ৫ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী অনিক কুমার দাস পেয়েছেন ৪ হাজার ৬৯৯ ভোট। ফলে এই পদে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৭০১।

বিজয় ঘোষণার পর প্রতিক্রিয়ায় নূর নবী বলেন, শিক্ষার্থীদের দেওয়া আস্থা ও বিশ্বাস তিনি আমানত হিসেবে গ্রহণ করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে বিশ্ববিদ্যালয়ে বাক্‌স্বাধীনতা নিশ্চিত করা এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠাই তার প্রধান লক্ষ্য হবে বলে জানান তিনি। প্রয়োজনে সব সময় শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকারও করেন নবনির্বাচিত এই সম্পাদক।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ১৯ জুলাই নূর নবীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। পরবর্তী তিন দিন তাকে গুম করে রাখা হয়। ২২ জুলাই একটি মামলায় আদালতে হাজির করা হলে তিনি কারাগারে পাঠানো হন। পরে একই বছরের ৭ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

নূর নবী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ব্যক্তিগত জীবনের এই ঘটনাগুলো নির্বাচনী রাজনীতিতে তাকে বিশেষভাবে পরিচিত করে তোলে।

প্রসঙ্গত, এবারের জকসু নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ ১৬টি পদে জয় পেয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। অপরদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ৪টি পদে এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি পদে বিজয়ী হয়েছেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত