ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, চরম ভোগান্তির আশঙ্কা

২০২৬ জানুয়ারি ০৮ ১২:৪০:৪৯

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, চরম ভোগান্তির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ডিলার বা খুচরা বিক্রেতা গ্যাস বিক্রি করবেন না এবং কোম্পানিগুলোর প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলনও স্থগিত থাকবে।

বুধবার (৭ জানুয়ারি) রাতে সমিতির সভাপতি মো. সেলিম খান স্বাক্ষরিত এক জরুরি নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই ঘোষণার ফলে দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

কেন এই ধর্মঘট?

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে দেশে এলপি গ্যাসের চরম সংকট চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নতুন দাম নির্ধারণ করেছে, যা ডিলার ও খুচরা বিক্রেতাদের বিপাকে ফেলেছে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নিয়মিত অভিযানের কারণে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন এবং আতঙ্কে অনেকে ব্যবসা বন্ধ করে দিয়েছেন।

ব্যবসায়ীদের প্রধান দাবিগুলো হলো:

১. জ্বালানি মন্ত্রণালয়, বিইআরসি, লোয়াব এবং পরিবেশকদের সমন্বয়ে একটি স্থায়ী কমিটি গঠন করতে হবে।

২. পরিবেশক ও খুচরা বিক্রেতাদের মোট কমিশন বাড়িয়ে ১৫০ টাকা করতে হবে (পরিবেশক ৮০ টাকা এবং রিটেইলার ৭০ টাকা)।

৩. বড় কোম্পানিগুলোর গ্যাস সরবরাহ নিশ্চিত করে আমদানির মূল সংকট দূর করতে হবে।

৪. নিষ্ক্রিয় বা খালি পড়ে থাকা সিলিন্ডারগুলোর জন্য সরকারি ভর্তুকি নিশ্চিত করতে হবে।

সিলিন্ডার সংকটের চিত্র:

ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ২৭টি কোম্পানির ৫ কোটি ৫০ লাখ সিলিন্ডার রয়েছে। কিন্তু এর মধ্যে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডার গ্যাস দিয়ে রিফিল করা হচ্ছে। অর্থাৎ চাহিদার তুলনায় সরবরাহ খুবই সীমিত এবং প্রায় ৭৫ শতাংশ সিলিন্ডারই খালি পড়ে আছে। এতে করে পরিবেশকদের খরচ বহুগুণ বেড়ে গেছে, যা বর্তমানে লোকসানে পরিণত হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, কোম্পানির কাছ থেকে বেশি দামে গ্যাস কিনতে হওয়ায় তারা নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারছেন না। এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে সমিতি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত