ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

জকসু ভোট গণনায় নাটকীয় উত্থান-পতন, আবারও এগিয়ে শিবির

২০২৬ জানুয়ারি ০৭ ১৯:০৬:৪৯

জকসু ভোট গণনায় নাটকীয় উত্থান-পতন, আবারও এগিয়ে শিবির

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালে পরিস্থিতি একাধিকবার বদলে গিয়ে নাটকীয় রূপ নিয়েছে। এক পর্যায়ে টানা কয়েকটি কেন্দ্রে পিছিয়ে পড়লেও আবারও প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে গেছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। একইসঙ্গে জিএস ও এজিএস পদেও তাঁর প্যানেল এগিয়ে রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নাট্যকলা বিভাগের ভোট ফল প্রকাশের পর দৃশ্যপট বদলে যায়। ২৫তম কেন্দ্রের ফলাফলে ছাত্রদল সমর্থিত প্রার্থীকে ৮০ ভোটে পেছনে ফেলে ভিপি পদে এগিয়ে যান রিয়াজুল ইসলাম।

এর আগে প্রথম ২০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ভিপি পদে এগিয়ে ছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব। তবে পরবর্তী পাঁচটি কেন্দ্রের ফল যুক্ত হওয়ার পর লিড পরিবর্তন হয় এবং আবারও শিবির সমর্থিত প্রার্থী এগিয়ে যান।

সর্বশেষ ২৩টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ২ হাজার ৮১৯ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিবের প্রাপ্ত ভোট ২ হাজার ৬৯১।

ভিপি ছাড়াও জিএস ও এজিএসসহ গুরুত্বপূর্ণ তিনটি পদ এবং অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে। তবে পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে এখনো ছাত্রদল সমর্থিত প্রার্থীরা লিড ধরে রেখেছেন। নির্বাহী সদস্য পদেও ছাত্রদলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

এ পর্যন্ত যেসব ২৫টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— মার্কেটিং, ফার্মেসি, পরিসংখ্যান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, ফাইন্যান্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বায়োকেমিস্ট্রি, নৃবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রিন্টমেকিং–ভাস্কর্য–ড্রয়িং, প্রাণিবিদ্যা, ভূগোল ও পরিবেশ, উদ্ভিদবিজ্ঞান, সিএসই, ভূমি ব্যবস্থাপনা ও আইন, দর্শন, গণিত, ইসলামিক স্টাডিজ, আইইআর, ইংরেজি ও নাট্যকলা বিভাগ।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত