ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
নির্বাচনে সহিংসতা রুখতে বিশেষ অ্যাপ আনছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭৫ শতাংশ সদস্যের বিশেষ প্রশিক্ষণ শেষ হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের নিরাপত্তায় জোরদার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট বাহিনীর সিংহভাগ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকিদের প্রশিক্ষণও দ্রুত সময়ের মধ্যে শেষ হবে।” তিনি আরও জানান যে, নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি এবং বডি ওর্ন (Body-worn) ক্যামেরা ব্যবহারের বিশেষ প্রশিক্ষণ চলছে, যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সহিংসতা রোধে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে শফিকুল আলম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজস্ব একটি বিশেষ অ্যাপ তৈরি করছে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে ভোট চলাকালীন কোনো গোলযোগ বা সহিংসতা ঘটলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় পর্যায় থেকে তা জানা যাবে। এর ফলে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এছাড়া উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের পাশাপাশি ঢাকায় একটি কেন্দ্রীয় মনিটরিং কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে পোস্টাল ব্যালট নিয়েও তথ্য দেওয়া হয়। জানানো হয়, এবার পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।
বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ