ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

অবশেষে জামিন পেলেন আলোচিত ‘জুলাই যোদ্ধা’ সুরভী

২০২৬ জানুয়ারি ০৫ ২০:০৯:৩৩

অবশেষে জামিন পেলেন আলোচিত ‘জুলাই যোদ্ধা’ সুরভী

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে (১৭) অবশেষে জামিন দিয়েছেন গাজীপুরের আদালত।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে একই দিনে তার রিমান্ড মঞ্জুর ও পরে তা বাতিলের মধ্য দিয়ে আদালতে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং টঙ্গীর পূর্ব গোপালপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সুরভীকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন। এই আদেশের পরপরই আদালত চত্বরে সুরভীর পরিবার, সহপাঠী ও জুলাই আন্দোলনের নেতারা জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং তার মুক্তির দাবি জানান।

পরবর্তীতে সুরভীর আইনজীবীরা রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করেন। শুনানি শেষে দায়রা জজ আদালত রিমান্ডের আদেশ বাতিল করেন। এরপর সেই আদেশের কপি নিয়ে পুনরায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে সন্ধ্যায় আদালত তাকে জামিন দেন।

উল্লেখ্য, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে এবং এক সাংবাদিকের দায়ের করা মামলায় গত ২৫ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গুলশানে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে টাকা নেওয়া এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত