ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিলেন কোম্পানির এমডি

২০২৬ জানুয়ারি ০৫ ১৫:৩৯:৫৫

২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিলেন কোম্পানির এমডি

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের শীর্ষস্থানীয় ও ব্লু-চিপ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বড় অংকের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরী বর্তমান বাজার মূল্যে স্কয়ার ফার্মার মোট ২০ লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। এই বিপুল পরিমাণ শেয়ার ক্রয়ের প্রক্রিয়াটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে। তিনি পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেটের মাধ্যমে এই শেয়ারগুলো সংগ্রহ করবেন।

বাজার বিশ্লেষকদের মতে, যখন কোনো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শীর্ষ ব্যক্তি বা ব্যবস্থাপনা পরিচালক বাজার থেকে বড় অংকের শেয়ার কেনার ঘোষণা দেন, তখন তা কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক সমৃদ্ধি এবং বর্তমান শেয়ার দরের ওপর তাঁর গভীর আস্থার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়। স্কয়ার ফার্মার মতো একটি শক্তিশালী কোম্পানির ক্ষেত্রে ২০ লাখ শেয়ারের এই ক্রয় ঘোষণা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিয়ম অনুযায়ী, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ইনসাইডার ট্রেডিং সংক্রান্ত বিধিবিধান এবং ডিএসইর লিস্টিং রেগুলেশন মেনেই এই লেনদেন সম্পন্ন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার ক্রয় শেষ হলে পুনরায় তা ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হবে। এই বড় বিনিয়োগটি সম্পন্ন হলে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক ক্যাটাগরির শেয়ার ধারণের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

স্কয়ার ফার্মা দীর্ঘ সময় ধরে লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে রয়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে এমডির এই সক্রিয় অংশগ্রহণ বাজারকে গতিশীল করতে এবং বিশেষ করে ওষুধ খাতের শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ পুনরুজ্জীবিত করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত