ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের

২০২৬ জানুয়ারি ০৫ ১৪:৫৬:১৮

নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অভ্যুত্থানের পর তৈরি হওয়া নতুন পরিস্থিতি ও সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য সরকারের পাশাপাশি বিরোধী দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে সরকার ও বিরোধী পক্ষকে মিলে কাজ করতে হবে।”

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, বাম গণতান্ত্রিক জোটের নেতারা খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার জন্যও উপস্থিত ছিলেন।

জানা গেছে, বেলা ১১টায় গুলশানে চেয়ারম্যানের অফিসে বাম জোটের নেতারা প্রথমে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং পরে তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেছেন।

এই বৈঠকে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত