ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
এক যুগের মধ্যে সর্বনিম্ন সঞ্চয়পত্র মুনাফা, নতুন হার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের শুরুতে সরকার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পাঁচটি গুরুত্বপূর্ণ সঞ্চয় স্কিমের মুনাফা কমিয়েছে। এতে টানা দুই দফা সঞ্চয়পত্রের মুনাফা হ্রাস পেয়েছে, যা এক যুগের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। নতুন হারের প্রভাব আগামী জুন পর্যন্ত কার্যকর থাকবে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কিমের ধরন অনুসারে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১০.৪৪ শতাংশ থেকে ১০.৫৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০১১ সালের পর এত কম হার আর নির্ধারণ করা হয়নি। ২০০০ সালে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফা ছিল ১৪.৫০ শতাংশ, যা ২০০১ সালের অক্টোবর পর্যন্ত কার্যকর ছিল। এরপর ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মুনাফা কমিয়ে ১২.৫০ শতাংশ করা হয়। ২০০৪ সালে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সর্বোচ্চ মুনাফা ১১ শতাংশ ছিল এবং জুলাই ২০০৪ থেকে ডিসেম্বর ২০০৫ পর্যন্ত কমিয়ে ১০.৫০ শতাংশ নির্ধারণ করা হয়। ডিসেম্বরে আবার হার বৃদ্ধি পেয়ে ১২.৫০ শতাংশ হয়, যা ২০১০ সালের জুন পর্যন্ত কার্যকর থাকে। ২০১০ সালের জুলাই থেকে ২০১১ সালের জুন পর্যন্ত সর্বোচ্চ হার ছিল ১২ শতাংশ। এরপর জুলাই ২০১১ থেকে ফেব্রুয়ারি ২০১২ পর্যন্ত সর্বনিম্ন ১০.৫০ শতাংশ হারে মুনাফা দেওয়া হয়।
২০১২ সালের মার্চ থেকে মুনাফার হার বৃদ্ধি পেয়ে ১৩.৪৫ শতাংশে স্থিত হয়, এরপর ২০১৫ সালের মে থেকে ১১.৫২ শতাংশ পর্যন্ত স্থিত থাকে। ২০২১ সালের সেপ্টেম্বরে বিনিয়োগের পরিমাণ অনুযায়ী স্তরভিত্তিক হারের ব্যবস্থা চালু হয়, যেখানে ১৫ লাখ টাকার মধ্যে বিনিয়োগে ১১.৫২ শতাংশ, ১৫ থেকে ৩০ লাখ টাকায় ১০.৫০ শতাংশ এবং ৩০ লাখের বেশি বিনিয়োগে ৯.৫০ শতাংশ নির্ধারণ করা হয়।
২০২৫ সালের জানুয়ারি থেকে সরকার মুনাফার হার বাজারভিত্তিক সুদের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করছে। সরকারি ট্রেজারি বন্ডের নিলাম সুদের হারের সঙ্গে এই হার সমন্বয় করা হয়। প্রতি ছয় মাস অন্তর হার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হচ্ছে এবং বিনিয়োগের স্তর দুই ধাপে বিভক্ত হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সর্বোচ্চ হার ছিল ১২.৫৫ শতাংশ। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হ্রাস পেয়ে ১১.৯৩ শতাংশ হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সর্বশেষ সর্বোচ্চ হার ১০.৫৯ শতাংশে নির্ধারণ করা হয়েছে, যা আগামী জুন পর্যন্ত কার্যকর থাকবে।
বর্তমানে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে প্রথম ধাপে, যেখানে বিনিয়োগ ৭.৫ লাখ টাকার কম, মুনাফা পাঁচ বছরে ধাপে ধাপে ৮.৭৬ থেকে ১০.৪৪ শতাংশে পৌঁছায়। দ্বিতীয় ধাপে, যেখানে বিনিয়োগ ৭.৫ লাখ টাকার বেশি, মুনাফা ধাপে ধাপে ৮.৭৪ থেকে ১০.৪১ শতাংশ। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে প্রথম ধাপে মুনাফা ৯.৫৪ থেকে ১০.৪৮ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৯.৫০ থেকে ১০.৪৩ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে প্রথম ধাপে ৮.৮৭ থেকে ১০.৫৯ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৮.৭৪ থেকে ১০.৪১ শতাংশ। পরিবার সঞ্চয়পত্রে প্রথম ধাপে ৮.৮৩ থেকে ১০.৫৪ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৮.৭৪ থেকে ১০.৪১ শতাংশ। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে প্রথম ধাপে মুনাফা ৯.৫৪ থেকে ১০.৪৮ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৯.৫০ থেকে ১০.৪৩ শতাংশ।
সরকারের এই নতুন হারের সিদ্ধান্তের ফলে সঞ্চয়কারীদের বিনিয়োগ পরিকল্পনায় পুনর্বিন্যাস করা প্রয়োজন। বর্তমানে এটি দেশের ইতিহাসে সঞ্চয়পত্রের সর্বনিম্ন মুনাফা পর্যায়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার