ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে ঢাবি সাদা দলের শ্রদ্ধা ও জিয়ারত

২০২৬ জানুয়ারি ০৪ ১২:৩৩:৫৭

শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে ঢাবি সাদা দলের শ্রদ্ধা ও জিয়ারত

নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও জিয়ারত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

রোববার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তারা এই কর্মসূচি পালন করেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাবি আরবি বিভাগের অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান নিজামী। শ্রদ্ধা নিবেদন শেষে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ ছিল না। ঠিক তেমনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাঝেও কোনো বিদ্বেষ নেই। তিনি সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি, তিনি দেশনেত্রীর মতো সবাইকে ঐক্যবদ্ধ করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।”

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আখতার হোসেন খান এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।

ঢাবি সাদা দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও মো. আবুল কালাম সরকার, সদস্য সচিব অধ্যাপক ড. মহিউদ্দিন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান (কলা), অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক (আইন), অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলাম (চারুকলা) এবং অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর (আর্থ এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স)।

বিভিন্ন হলের প্রাধ্যক্ষদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. ইলিয়াছ আল মামুন (ফজলুল হক মুসলিম হল), ড. আব্দুল্লাহ আল মামুন (সলিমুল্লাহ মুসলিম হল), দেবাশীষ পাল (জগন্নাথ হল), অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন (অমর একুশে হল) এবং ড. মো. নাজমুল হোসেন (মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল)।

আরও উপস্থিত ছিলেন ঢাবি ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, সাদা দলের অনুষদভিত্তিক আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিন (কলা), ইসরাফিল রতন (চারুকলা), অধ্যাপক ড. মো. আব্দুস সালাম (বিজ্ঞান), মো. শফিউল্লাহ (আর্থ এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স) এবং অধ্যাপক ড. মো. নাজমুজ্জামান ভূঁইয়া (আইন)।

এছাড়া অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুলউলায়ী, অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলামসহ শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ