ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

সাকিবুল হ'ত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, স্থবির ফার্মগেট

২০২৬ জানুয়ারি ০৪ ১১:০৮:১৫

সাকিবুল হ'ত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, স্থবির ফার্মগেট

নিজস্ব প্রতিবেদক: তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও মূল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার পর থেকে শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে তেজগাঁও কলেজের শত শত শিক্ষার্থী ‘দাবি মোদের একটাই, সাকিবুল হাসান রানা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ এবং ‘সাকিব হত্যার বিচার চাই’ সহ নানা স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। শিক্ষার্থীদের এই আকস্মিক ‘ফার্মগেট ব্লকেড’ কর্মসূচির কারণে ফার্মগেট, কাওরান বাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের অভিযোগ, চিহ্নিত আসামি থাকা সত্ত্বেও পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা এবং পরে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েও কাউকে ধরতে পারেনি। রাজনৈতিক চাপের কারণে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে গড়িমসি করছে বলে দাবি তাদের।

ফারহান আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, "সিসিটিভি ফুটেজে খুনিদের স্পষ্ট দেখা গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। এটি একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড হলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমরা অধ্যক্ষের কাছে দাবি জানিয়েছি তিনি যেন সরাসরি আসামিদের নাম প্রকাশ করে মামলা করেন। দাবি না মানলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।"

সাকিবুল হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে তেজগাঁও কলেজের সামনে বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজের প্রধান ফটক ও ফার্মগেটমুখী সকল প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি হন। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত