ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

বাংলাদেশ আজ বিশ্ব বাণিজ্যের এক অপরিহার্য অংশীদার: বাণিজ্য উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ০৩ ১৫:১৮:২৯

বাংলাদেশ আজ বিশ্ব বাণিজ্যের এক অপরিহার্য অংশীদার: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেবল পণ্যের প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের উদ্যোগ, উদ্ভাবন ও বাণিজ্যিক উন্নয়নের এক জীবন্ত প্রতিফলন।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে’ (বিবিসিএফইসি) ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) জমকালো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে এবার পঞ্চমবারের মতো এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, "বাংলাদেশ আজ বিশ্ব বাণিজ্যের এক অপরিহার্য অংশীদার। রপ্তানি বৃদ্ধি, নতুন পণ্য উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শক্তিশালী ব্র্যান্ডিং নিশ্চিত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ যেমন আকৃষ্ট হবে, তেমনি বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।"

তিনি আরও উল্লেখ করেন যে, এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে দেশের রপ্তানি বাণিজ্য ধরে রাখতে উৎপাদন বহুমুখীকরণ এবং নতুন বাজার অন্বেষণে এই মেলা একটি বড় কৌশল হিসেবে কাজ করবে।

এবারের ৩০তম আসরে বাংলাদেশসহ মোট ৭টি দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিদেশি অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। মেলায় মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলার পরিবেশ রক্ষায় এবার পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে সুলভ মূল্যে পরিবেশবান্ধব ব্যাগ সরবরাহ করা হবে। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বিআরটিসির ২০০টিরও বেশি বিশেষ শাটল বাস প্রতিদিন সকাল ৮টা থেকে চলাচল করবে।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং এফবিসিসিআই-এর প্রশাসক মো. আবদুর রহিম খান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত