ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

২০২৬ জানুয়ারি ০২ ১৯:১৯:১৪

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহেরমাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ছাত্রদল।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়া, দেশ, জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া পবিত্র আমানত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে এবং সেই রক্ষার দায়িত্ব নিতে হবে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনেত্রী খালেদা জিয়ার লড়াই সংগ্রামের যে আপসহীনতা এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে তার যে সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং সবার আগে তিনি স্থান দিতেন দেশের জনগণের, জনগণকে প্রায়োরিটি দিয়ে তিনি রাজনীতি করতেন এবং তার ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে সবসময় দেশের জনগণের ভাবনাকে তিনি প্রায়োরিটি দিতেন তা আমরা তার সে আদর্শকে লালন করে তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই সেই লড়াই ছাত্রদল অব্যাহত রাখবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত