ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২
‘বছরের প্রথম দিনেই শতভাগ বই বিতরণ সম্পন্ন’
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, নতুন বছরের প্রথম দিনেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শতভাগ পাঠ্যবই বিতরণ সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “আপনারা লক্ষ্য করলে দেখবেন, এই বইগুলোর মান আগের তুলনায় অনেক ভালো। এটি বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন।”
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য একটি ‘অভিভাবক নির্দেশিকা’ বই শিগগিরই শিক্ষকদের ও অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। এতে সহজ ভাষা ও চিত্রের মাধ্যমে শিশুদের সুস্থ ও সুন্দরভাবে বড় হওয়ার জন্য অভিভাবকদের করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় আরও বলেন, “মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো শিশুদের সাক্ষর করে তোলা। যদি শিশুরা মাতৃভাষায় ভালোভাবে পড়তে শেখে, তারা পরবর্তীতে পড়ার মাধ্যমে আরও শিখতে সক্ষম হবে। সকলকে একসঙ্গে নিয়ে প্রাথমিক শিক্ষার উন্নয়ন নিশ্চিত করা গেলে, তা উচ্চতর শিক্ষার মান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বই বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফ।
উপদেষ্টা পরে ঢাকার ছায়ানট সংস্কৃতি ভবনস্থ নালন্দা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমেও অংশ নেন। সেখানে তিনি বলেন, “এখানে সম্প্রতি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যা জাতির জন্য কলঙ্কজনক। আমরা দেখেছি সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, একজন সংখ্যালঘু নাগরিকও আক্রান্ত হয়েছেন। এসব ঘটনা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তবে আশার কথা হলো, দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এসব ঘটনার বিরুদ্ধে সাহসীভাবে রুখে দাঁড়িয়েছেন।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস