ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

তাসনিম জারার স্বতন্ত্র লড়াইয়ে প্রথম দিনেই গণসমর্থন

স্বাক্ষর সংগ্রহে তাসনিম জারা, লক্ষ্যে পৌঁছাতে বাকি দেড় হাজার

২০২৫ ডিসেম্বর ২৯ ১১:৪০:১৭

স্বাক্ষর সংগ্রহে তাসনিম জারা, লক্ষ্যে পৌঁছাতে বাকি দেড় হাজার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেওয়া তাসনিম জারা ব্যাপক সাড়া পাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রাথমিক শর্ত হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করে প্রথম দিনেই প্রায় তিন হাজার স্বাক্ষর সংগ্রহ করেছেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন তাসনিম জারা।

আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে হলে তাসনিম জারাকে প্রায় ৫ হাজার ভোটারের স্বাক্ষর ও ভোটার আইডি নম্বর সংগ্রহ করতে হবে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, "সকাল থেকে আপনাদের স্বাক্ষর সংগ্রহ করছি। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ হয়েছে। আমাদের ৫ হাজার স্বাক্ষরের লক্ষ্যে পৌঁছাতে আরও কিছু সহযোগিতা প্রয়োজন।"

এই কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, মাহি, সাগরিকা ও রাফির মতো উদ্ভাবনী স্বেচ্ছাসেবকরা খুব অল্প সময়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে স্বাক্ষর সংগ্রহ করে দিচ্ছেন। স্বাক্ষর সংগ্রহের জন্য ঢাকা-৯ আসনের খিলগাঁও তালতলা মার্কেট (ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীতে) এবং বাসাবো বালুর মাঠ এলাকায় দুটি বুথ স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রতিবাদে গত ২৭ ডিসেম্বর শনিবার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন তাসনিম জারা। এরপরই তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। স্বাক্ষর সংগ্রহের সময় ভোটারদের নাম, ঠিকানা ও এনআইডি নম্বর নির্ভুলভাবে ফর্মের নির্দিষ্ট কলামে লিখতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি, যাতে আইনি কোনো জটিলতায় ফর্ম বাতিল না হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত