ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

ডিএসইর ইতিহাসে প্রথম নারী এমডি নুজহাত আনোয়ার

২০২৫ ডিসেম্বর ২৮ ১৫:৩৫:৩০

ডিএসইর ইতিহাসে প্রথম নারী এমডি নুজহাত আনোয়ার

নিজস্ব প্রতিবেদক: নতুন এক ইতিহাসের সূচনা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দেশের প্রধান পুঁজিবাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রথমবারের মতো একজন নারী দায়িত্ব গ্রহণ করলেন। বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সাবেক কর্মকর্তা নুজহাত আনোয়ার রোববার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ডিএসইর এমডি হিসেবে যোগ দেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর নুজহাত আনোয়ারকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক বছরেরও বেশি সময় ধরে শূন্য থাকা এই গুরুত্বপূর্ণ পদে তার যোগদানের মাধ্যমে ডিএসইর প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটলো।

ডিএসইতে সর্বশেষ এমডি হিসেবে দায়িত্ব পালন করেন বিএসইসির সাবেক কর্মকর্তা এটিএম তারিকুজ্জামান। পুঁজিবাজারে দীর্ঘ ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা গত বছরের ১৭ সেপ্টেম্বর পদত্যাগ করেন। তার বিদায়ের পর থেকেই ডিএসইর এমডি পদটি শূন্য ছিল।

নুজহাত আনোয়ার আর্থিক খাত, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়নে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। আইএফসিতে কর্মরত অবস্থায় তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।

আইএফসির হয়ে তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন। পাশাপাশি বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা সিনিয়র কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী পুনরুদ্ধারকালীন সময়ে তিনি ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের ভূমিকাও পালন করেন।

এর আগে বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেন নুজহাত আনোয়ার। বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠা এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। একই সঙ্গে দেশটিতে আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়নেও তার ভূমিকা উল্লেখযোগ্য।

ক্যাপিটাল ব্যবস্থাপনা, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, লেনদেন সেবা, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বাজার উন্নয়ন—এই সব ক্ষেত্রেই বিশেষ দক্ষতা রয়েছে ডিএসইর নতুন এমডির। পেশাজীবনের শুরুতে তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে টানা ১৬ বছর বিভিন্ন সিনিয়র ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে নুজহাত আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত