ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

সূচকের পতনে সপ্তাহের সূচনা, তবু আতঙ্ক নেই বাজারে

২০২৫ ডিসেম্বর ২৮ ১৫:০৩:১১

সূচকের পতনে সপ্তাহের সূচনা, তবু আতঙ্ক নেই বাজারে

নিজস্ব প্রতিবেদক: সূচকের পতনের মধ্য দিয়ে আজ (২৮ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে নতুন সপ্তাহের লেনদেন শুরু হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। দিনের শুরু থেকে দুপুর ২টার কিছু আগে পর্যন্ত সূচক আগের দিনের তুলনায় ঊর্ধ্বমুখী থাকলেও শেষ মুহূর্তে বিক্রির চাপ বাড়ায় সূচক নেতিবাচক হয়ে পড়ে।

তবে সূচকের এই পতন বাজারে কোনো আতঙ্ক তৈরি করেনি। বাজার সংশ্লিষ্টদের মতে, দিনশেষে সূচক কমলেও সামগ্রিক বাজার পরিস্থিতি ছিল ইতিবাচক ও স্বাভাবিক। বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে লেনদেনে অংশ নিয়েছেন, যার ফলে সূচকের পতনের মধ্যেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়,রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২.৮৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৫.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৬৭.১৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩১টির দর বেড়েছে, ১৯৯টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৩৮৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৩৮ কোটি ১০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৪৬ কোটি ৯৮ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ৬১টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬৫.২২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৩.৭৯ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত