ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার, চাইলে ডোনেশন ফেরত

২০২৫ ডিসেম্বর ২৭ ১৯:৪৫:৩৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার, চাইলে ডোনেশন ফেরত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হয়ে ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের পর তাঁর নির্বাচনী তহবিলে জমা হওয়া অর্থ বা ডোনেশন দাতারা চাইলে ফেরত দেওয়ার নজিরবিহীন ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তাসনিম জারা এই তথ্য নিশ্চিত করেন।

পোস্টে জারা জানান, খিলগাঁওয়ে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তাঁর স্বপ্ন ছিল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করা। তবে বর্তমান বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি কোনো দল বা জোটের হয়ে লড়বেন না। তিনি বলেন, “আমি দেশের মানুষকে ওয়াদা করেছিলাম নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য লড়ব। সেই ওয়াদা রক্ষায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে নির্বাচনে অংশগ্রহণ করব।”

স্বতন্ত্র প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, দলীয় প্রার্থীর ক্ষেত্রে সুসংগঠিত কর্মী বাহিনী ও সরকারি সুরক্ষা পাওয়ার সুযোগ থাকে, যা এখন তাঁর থাকবে না। এমতাবস্থায় তিনি সাধারণ মানুষের সমর্থন ও স্নেহের ওপরই একমাত্র ভরসা রাখছেন।

ফেসবুক পোস্টে তিনি দুটি জরুরি বিষয় উল্লেখ করেছেন:

১. স্বাক্ষর সংগ্রহ: স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন। হাতে মাত্র একদিন সময় থাকায় তিনি এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের দ্রুত সহায়তা কামনা করেছেন।

২. ডোনেশন ফেরত: নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় যারা অর্থ সহায়তা দিয়েছিলেন, জারার স্বতন্ত্র হওয়ার সিদ্ধান্তে তারা যদি অখুশি হন বা অর্থ ফেরত চান, তবে তা ফিরিয়ে দেওয়া হবে। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তাদের জন্য একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে। ব্যাংকের মাধ্যমে দেওয়া অর্থ ফেরতের প্রক্রিয়াও দ্রুত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

পোস্টের শেষে তাসনিম জারা তাঁর সততা ও নিষ্ঠার ওপর আস্থা রেখে খিলগাঁও-সবুজবাগ ও মুগদাবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত