ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

ইসি সচিব

'তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন'

২০২৫ ডিসেম্বর ২৭ ১৫:২০:৪৭

'তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন'

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সভায় উপস্থাপন করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব জানান, ইতোমধ্যে রাজধানীর গুলশান এলাকার নির্ধারিত ওয়ার্ডে ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তারেক রহমান ও জাইমা রহমানের ছবি তোলা, আঙুলের ছাপ ও স্বাক্ষরসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হয়েছে। ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী নির্বাচন কমিশনের যেকোনো যোগ্য নাগরিককে তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষমতা রয়েছে। তবে যেহেতু বর্তমানে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে, তাই এই সময়ে নতুন নাম অন্তর্ভুক্তির জন্য কমিশনের আনুষ্ঠানিক সম্মতির প্রয়োজন।

ইসি সচিব আরও উল্লেখ করেন, আজই তাঁদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর তৈরি হয়ে যেতে পারে। তবে কারিগরিভাবে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডি যাচাইয়ের কাজ শেষ হতে কিছুটা সময় লাগে। সব প্রক্রিয়া শেষ হলে রোববার পূর্ণ কমিশনের সভায় নথিটি তোলা হবে। কমিশন চাইলে সভার মাধ্যমে অথবা নথিভিত্তিক প্রক্রিয়ায় এই আবেদন অনুমোদন করতে পারে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফিরেছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রাথমিক প্রস্তুতি হিসেবেই তিনি ও তাঁর কন্যা দ্রুততম সময়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত