ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত সরকার আসা পর্যন্ত অপেক্ষা করবেন তিতুমীরের শিক্ষার্থীরা
ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের সময়ে বিশ্ববিদ্যালয় অনুমোদনের দাবির ক্ষেত্রে পদক্ষেপ থেকে অবশেষে পিছু হটলেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় স্বীকৃতির জন্য অপেক্ষা করবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার রাত ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কলেজের শিক্ষার্থী লায়েক নুর মোহাম্মদ এ তথ্য জানান।
লারেক নুর মোহাম্মদ বলেন, "অন্তর্বর্তী সরকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অনুরোধ করেছেন। কেননা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিলে অন্যান্য কলেজগুলোর শিক্ষার্থীরাও আন্দোলন শুরু করবে। যা সরকারকে আরও বেশি দুশ্চিন্তায় ফেলবে। তাই নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমরা আমাদের দাবি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।"
এদিন রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব, মো. নুরুজ্জামান মহাখালী রেলক্রসিং এলাকায় গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল। তারা শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান।
জুগ্মসচিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দাবি বাস্তবায়নে আপনাদের নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এর আগে একটি কমিটি গঠন করা হবে। যাতে মন্ত্রণালয়, কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থী প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবে। এই কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। আগামী সাত দিনের মধ্যে বাকি ছয় দফার বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।"
এদিন রাত পৌনে ১০টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক ছাড়েন। ফলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রেলপথও সচল হয় এবং আটকে থাকা ট্রেনগুলো চলাচল শুরু করে।
শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে গঠিত কমিটির বিষয়ে লায়েক নুর মোহাম্মদ বলেন, "এই কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ও কলেজ পরিচালনা করবে। আমরা কি এর সঙ্গে সবাই একমত?" শিক্ষার্থীরা "হ্যাঁ" বলে প্রতিক্রিয়া জানান।
তিনি আরও উল্লেখ করেন, "আমরা আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করছি। মন্ত্রণালয় যেসব আশ্বাস দিয়েছে। তা না বাস্তবায়িত হলে আগামী মঙ্গলবার থেকে আমরা আবার আন্দোলনে নামব।"
উল্লেখ্য, তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং অন্যান্য সাত দফা দাবিতে সোমবার পঞ্চম দিনের মতো আন্দোলন করছিল শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি