ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

রাবিতে ৬ ডিনের পদত্যাগ, নতুন দায়িত্ব পেলেন যারা

২০২৫ ডিসেম্বর ২২ ১৯:৪৬:২১

রাবিতে ৬ ডিনের পদত্যাগ, নতুন দায়িত্ব পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগপন্থি ছয়জন ডিন পদত্যাগ করায় অনুষদগুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম সচল রাখতে সাময়িকভাবে দায়িত্ব ভাগ করে নিয়েছেন উপাচার্য ও দুই উপ-উপাচার্য।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, বিজ্ঞান অনুষদ এবং প্রকৌশল অনুষদের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিব। ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীনকে। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ভূবিজ্ঞান অনুষদের দায়িত্ব সামলাবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গতকাল রোববার (২১ ডিসেম্বর) রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্যের সাথে এক বিশেষ বৈঠকে বসেন সংশ্লিষ্ট ডিনরা। বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেন। অনুষদগুলোর পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে যেন স্থবিরতা না আসে, সেজন্যই উপাচার্য ও উপ-উপাচার্যগণ এই দায়িত্ব নিয়েছেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ডিনদের মেয়াদ শেষ হলে বা পদ শূন্য হলে বিধি অনুযায়ী অনুষদগুলোর দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে উপাচার্যের ওপর ন্যস্ত হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী নতুন ডিন নিয়োগ দেওয়া হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ