ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
সূচক ও লেনদেন বৃদ্ধিতে শেয়ারবাজারে ইতিবাচক ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের ধারাবাহিক দরপতনের পর আজ সোমবার (২২ ডিসেম্বর) শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেছে। এদিন বাজারের প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে এবং লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী ছিল। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান আস্থার সংকট কাটতে শুরু করেছে।
আজকের লেনদেনে সূচকের ওঠানামা ছিল স্বাভাবিক গতির। দিনের বেশিরভাগ সময় সূচকের তীর ঊর্ধ্বমুখী অবস্থায় থাকায় বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়ে যায়। এর ধারাবাহিকতায় দিনশেষে সূচক, লেনদেন ও শেয়ারের দর—সব দিক থেকেই বাজার ছিল ইতিবাচক।
বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে টানা পতনের পর উত্থান আসা স্বাভাবিক একটি প্রক্রিয়া। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ধৈর্য ও সতর্কতার সঙ্গে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাদের পরামর্শ অনুযায়ী, দরপতনের সময়ে লোকসানে শেয়ার বিক্রি না করে ভালো মৌলভিত্তির শেয়ার ক্রয় করা গেলে পরবর্তী উত্থানে দর বাড়ার সময় মুনাফা তুলে নেওয়া সম্ভব হবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭৪.৫২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬.৭৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭১.৩৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩০২টির দর বেড়েছে, ৩৭টির দর কমেছে এবং ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ২৯৩ কোটি ২০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১০২ কোটি ৭৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ৪৯টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬১.১৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৩.২১ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি শেষ, দেখুন ফলাফল