ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নীরবতায় কাটছে না মন্দা
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে পতনের ধারাবাহিকতা থামছেই না। আজ রোববার (২১ ডিসেম্বর) টানা পঞ্চম দিনের মতো সূচকের অবনমন ঘটেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সেশনের শেষভাগে কিছু বিনিয়োগকারী কম দামে শেয়ার কেনার চেষ্টা করলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দীর্ঘ নীরবতা ও নিষ্ক্রিয়তার কারণে শেষ পর্যন্ত পতন ঠেকানো সম্ভব হয়নি। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট হারিয়ে ৪ হাজার ৮২৬ পয়েন্টে থিতু হয়েছে। গত পাঁচ কার্যদিবসে বাজারটি সব মিলিয়ে ১৩৭ পয়েন্ট হারাল, যা বিনিয়োগকারীদের ভঙ্গুর আস্থারই প্রতিফলন।
ইবিএল সিকিউরিটিজের দৈনিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, নির্বাচনী পরিস্থিতির পরবর্তী সংকেতের অপেক্ষায় বিনিয়োগকারীরা আজ অত্যন্ত সতর্ক অবস্থানে ছিলেন। বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক ফান্ডগুলো এখনো ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতিতে থাকায় বাজারে নতুন মূলধনের প্রবাহ নেই বললেই চলে।
বাজারে মন্দাবস্থা নিয়ে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহীরা জানিয়েছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক স্পষ্ট বার্তা না পাওয়া পর্যন্ত বড় বিনিয়োগকারীরা সাইডলাইনে থাকতেই পছন্দ করছেন। এই সুযোগে মার্জিন অ্যাকাউন্টগুলো থেকে ক্রমাগত শেয়ার বিক্রির চাপ ও ফোর্সড সেল বাজারের ভারসাম্য আরও নষ্ট করছে।
এদিকে, রোববার বাজারে লেনদেনের পরিমাণও ছিল হতাশাজনক। গত কার্যদিবসের তুলনায় লেনদেন ৩ শতাংশ কমে মাত্র ২৯৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। বাজারে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬১টির দাম বাড়লেও ১৫৭টির কমেছে এবং ৭০টি অপরিবর্তিত ছিল। খাতভিত্তিক লেনদেনে খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রাধান্য দেখা গেছে। এর পরেই ছিল বস্ত্র ও প্রকৌশল খাত। একক কোম্পানি হিসেবে লেনদেনের শীর্ষে ছিল রহিমা ফুড। এ ছাড়াও ডোমিনজ স্টিল, সিমটেক্স এবং ফাইন ফুডসের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আগ্রহ দেখা গেছে।
ব্লু-চিপ ইনডেক্স ডিএস৩০ আজ ৬ পয়েন্ট কমে ১৮৫৩ পয়েন্টে নেমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে, যেখানে প্রধান সূচক ক্যাসপি ৬৩ পয়েন্ট হারিয়ে ১৩৫৬১ পয়েন্টে অবস্থান করছে। বাজার বিশ্লেষকদের মতে, নির্বাচনী তফসিল ঘোষণা ও রাজনৈতিক ডামাডোলের মধ্যে বড় প্রতিষ্ঠানগুলো সক্রিয় না হলে সাধারণ বিনিয়োগকারীদের ছোটখাটো শেয়ার কেনা দিয়ে এই মন্দা কাটিয়ে ওঠা সম্ভব হবে না।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি শেষ, দেখুন ফলাফল