ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

বাংলাদেশ মিশনে হামলার খবর নাকচ করল দিল্লি

২০২৫ ডিসেম্বর ২১ ১৮:৫৪:১৫

বাংলাদেশ মিশনে হামলার খবর নাকচ করল দিল্লি

নিজস্ব প্রতিবেদক: নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কোনো ধরনের হামলা বা নিরাপত্তা বেষ্টনী ভাঙার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ভারত। দিল্লির দাবি, সেখানে কোনো আক্রমণ হয়নি; বরং ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে একদল যুবক জমায়েত হয়েছিল।

রোববার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের কিছু গণমাধ্যমে এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

রণধীর জয়সোয়াল জানান, গত ২০ ডিসেম্বর (শনিবার) ২০-২৫ জন যুবক দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয়। তারা বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানায়।

হাইকমিশনের নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, "সেখানে কোনো নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ মাত্র কয়েক মিনিটের মধ্যেই ওই দলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এর দৃশ্যমান প্রমাণ সবার জন্য উন্মুক্ত রয়েছে।"

আন্তর্জাতিক প্রটোকল বা ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। তবে একই সাথে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে জানিয়ে জয়সোয়াল বলেন, "সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে আমাদের গভীর উদ্বেগের কথা বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারত দীপু চন্দ্র দাসের বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছে।"

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত