ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

বগুড়া-৭ আসনে লড়বেন বেগম খালেদা জিয়া, মনোনয়ন ফরম সংগ্রহ

২০২৫ ডিসেম্বর ২১ ১৭:১৯:৫৮

বগুড়া-৭ আসনে লড়বেন বেগম খালেদা জিয়া, মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের প্রধান সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে ফরমটি গ্রহণ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা নির্বাচন কার্যালয়ের সামনে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী সমবেত হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফরম সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু সাংবাদিকদের বলেন, “বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ থাকায় তার পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বগুড়ার এই মাটি ও মানুষ সবসময় দেশনেত্রীর পাশে ছিল। নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আমাদের বিশ্বাস, এবারও তিনি বিপুল ভোটে এই আসন থেকে নির্বাচিত হবেন।”

উল্লেখ্য, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৩১ হাজার। ঐতিহ্যগতভাবেই এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। একই দিনে এই আসন থেকে তারেক রহমানের পক্ষেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতাকর্মীরা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত