ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

নিলামের রেশ না পেরোতেই আবারও যে চমক দেখালেন মোস্তাফিজ

২০২৫ ডিসেম্বর ১৮ ১৩:৩১:৩১

নিলামের রেশ না পেরোতেই আবারও যে চমক দেখালেন মোস্তাফিজ

সরকার ফারাবী: আইপিএল মিনি নিলাম শেষ হওয়ার ২৪ ঘণ্টাও কাটেনি, এর মধ্যেই মাঠের পারফরম্যান্সে নিজের মূল্য যে একদম যথার্থ—তা আবারও প্রমাণ করলেন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার আইপিএল মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। আইপিএলের ইতিহাসে এটি এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম।

রেকর্ড দামে আইপিএল দল পাওয়ার পরদিনই আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (ILT20)-এ মাঠে নামেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। এমআই এমিরাটসের বিপক্ষে ম্যাচে চলতি আসরের নিজের সেরা বোলিং পারফরম্যান্স উপহার দেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ।

দুবাইয়ে মোস্তাফিজের দাপট

দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে এমআই এমিরাটস। শুরুটা আশাব্যঞ্জক হলেও ইনিংসের শেষটা তারা রাঙাতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৩৭ রান। মাঝের ও শেষের ওভারগুলোতে রান আটকে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন মোস্তাফিজুর রহমান।

৩০ বছর বয়সী এই পেসার ৪ ওভার বল করে ৩৪ রানে ৩ উইকেট তুলে নেন। ইকোনমি রেট ছিল ৮.৫০। কিছুটা রান খরচ হলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ম্যাচে প্রভাব রাখেন তিনি।

ছাড়িয়ে গেলেন নিজের আগের সেরাও

এই ম্যাচের আগে চলতি আসরে মোস্তাফিজের সেরা বোলিং ফিগার ছিল ২ উইকেট ২২ রান। এমআই এমিরাটসের বিপক্ষে তিন উইকেট নিয়ে সেই রেকর্ড নিজেই ভেঙে দিলেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৯টি।

উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে থাকা ওয়াকার সালমানখিলের সংগ্রহ ১২ উইকেট। তবে তার তুলনায় একটি ম্যাচ কম খেলেছেন মোস্তাফিজ, যা তাকে সামনে এগিয়ে যাওয়ার বাস্তব সুযোগ করে দিয়েছে।

জমে উঠেছে শীর্ষস্থানের লড়াই

এই টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসও শীর্ষে থাকার দৌড়ে টিকে আছে। এখন পর্যন্ত ৫ ম্যাচে দলটির জয় ২টি। এমআই এমিরাটসের বিপক্ষে জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা গালফ জায়ান্টসের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও কমে আসবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ