ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
পোস্টাল ব্যালটে ভোট: প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮২ হাজার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ ক্রমেই বাড়ছে। বিভিন্ন দেশ থেকে এই পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধনকারী প্রবাসী ভোটারের সংখ্যা ইতোমধ্যে ৪ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৪ লাখ ৮২ হাজার ৮০৬ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনের এ সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।
ইসি কর্মকর্তারা জানান, গত ১৯ নভেম্বর থেকে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলবে ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
বর্তমানে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, লিবিয়া, মরিশাস, হংকং, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, কেনিয়া, ইথিওপিয়া, আলজেরিয়া, মরক্কো, তানজানিয়া, ঘানা, সোমালিয়া, রুয়ান্ডা, আর্জেন্টিনা, পেরু ও জিম্বাবুয়েসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা এই নিবন্ধন কার্যক্রমে অংশ নিচ্ছেন।
নির্বাচন কমিশন জানায়, নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত, যার নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
ইএইচপিপোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮২ হাজার
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান