ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

গ্রিন-পাথিরানা সহ মুস্তাফিজকে নিয়ে সুপার স্কোয়াড কলকাতা নাইট রাইডার্সের

২০২৫ ডিসেম্বর ১৭ ১৬:২২:০৮

গ্রিন-পাথিরানা সহ মুস্তাফিজকে নিয়ে সুপার স্কোয়াড কলকাতা নাইট রাইডার্সের

সরকার ফারাবী: আবুধাবিতে পর্দা নামল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৯তম আসরের মিনি নিলামে। খেলোয়াড় কেনা-বেচার এই প্রতিযোগিতায় সবচেয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বাধিক ১৩ জন ক্রিকেটার দলে টেনে নিল শাহরুখ খানের মালিকানাধীন এই দল।

নিলামে ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে অংশ নেওয়া কেকেআর শেষ পর্যন্ত ৬৩ কোটি ৮৫ লাখ রুপি ব্যয় করে ২৫ জনের পূর্ণ স্কোয়াড গড়ে তোলে। সব মিলিয়ে নিলাম-পরবর্তী কলকাতার মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১২৪ কোটি ৫৫ লাখ রুপিতে।

ইতিহাস গড়া বিড: গ্রিন, পাথিরানা ও মুস্তাফিজ

এবারের নিলামের সবচেয়ে বড় দুই দর হাঁকা ক্রিকেটারই এখন কেকেআর-এর জার্সিতে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়ে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারের রেকর্ড গড়েছে কলকাতা।

দ্বিতীয় সর্বোচ্চ ১৮ কোটি রুপিতে দলে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার গতিতারকা মাথিশা পাথিরানা। আর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়ে মুস্তাফিজুর রহমান কেকেআর-এ এসেছেন ৯ কোটি ২০ লাখ রুপিতে যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ আইপিএল মূল্য।

মুস্তাফিজ বলেন, “বেগুনি জার্সিতে খেলার স্বপ্ন দেখছি। এই দলের হয়ে মাঠে নামার জন্য রোমাঞ্চিত।”

কৌশল ও ভবিষ্যৎ ভাবনা: তেজস্বী দাহিয়া চমক

তারকা ক্রিকেটারদের পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবেও পরিকল্পিত বিনিয়োগ করেছে কেকেআর। এর বড় উদাহরণ তেজস্বী সিং দাহিয়া। মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে ৩ কোটি রুপিতে এই দিল্লির ব্যাটারকে দলে টানে কলকাতা।

আইপিএল অভিষেক না হলেও তেজস্বীর আক্রমণাত্মক ব্যাটিং পরিসংখ্যানই কেকেআরের আস্থা অর্জনের মূল কারণ। দিল্লির হয়ে টি-টোয়েন্টিতে ৫৬.৫ গড়ে রান, ১৭০ স্ট্রাইক রেট, দিল্লি প্রিমিয়ার লিগে ১৯০ স্ট্রাইক রেট ও ১২ বলে ফিফটির নজির তাঁকে ‘রিজার্ভ ফিনিশার’ হিসেবে আদর্শ করে তুলেছে।

ভারসাম্যপূর্ণ স্কোয়াডে দেশি-বিদেশি সংযোজন

কেকেআরের বিদেশি শক্তি আরও বেড়েছে রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন ও টিম সেইফার্টকে দলে নেওয়ায়। দেশীয় ক্রিকেটারদের মধ্যে ফিরে এসেছেন আকাশ দীপ ও রাহুল ত্রিপাঠী। এছাড়া কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন ও দক্ষ কামরা সব মিলিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে কলকাতা।

কলকাতা নাইট রাইডার্স (KKR): পূর্ণাঙ্গ স্কোয়াড

ধরে রাখা ক্রিকেটাররা:আজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানীশ পাণ্ডে, রমনদীপ সিং, রিংকু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

নিলাম থেকে যুক্ত:ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, তেজস্বী সিং দাহিয়া, কার্তিক ত্যাগী, রাহুল ত্রিপাঠী, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন, দক্ষ কামরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত