ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়: তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ১৫ ২০:০২:০১

মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি অপশক্তি আগেও যেমন সক্রিয় ছিল, এখনো তেমনই সক্রিয় রয়েছে। সময়ের সঙ্গে ষড়যন্ত্রকারীদের রং ও রূপ পাল্টালেও তাদের চরিত্র পাল্টায়নি। তারা আবারও বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা চালাচ্ছে, যা পরাজিত শক্তির মুখে বেমানান ও লজ্জাজনক।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘লাখো শহীদের আত্মত্যাগ ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ হঠাৎ সাগরে ভেসে ওঠা কোনো ভূখণ্ড নয়। পতিত একটি চক্র হীন দলীয় স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। তবে ইতিহাস নিয়ে গবেষণা চলতে পারে, কিন্তু পরাজিত শক্তি যখন বিজয়ের ইতিহাস লিখতে যায়, তা ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অকারণ শর্ত ও অজুহাত তুলায় ষড়যন্ত্রকারীরা নির্বাচনের পথে বিঘ্ন সৃষ্টি করেছিল। তবে সব বাধা উপেক্ষা করে নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করেছে। মনে রাখতে হবে, এবারের নির্বাচন কেবল এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স অর্জনের জন্য নয়; এটি দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। তাই এই নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ওসমান হাদিকে গুলি করা ষড়যন্ত্রেরই অংশ। যারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় কিংবা নির্বাচন ছাড়াই এই সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায়, তারাই এই হামলার পেছনে কলকাঠি নাড়ছে। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই টিকবে না।’

আগামীর বাংলাদেশ নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘আগামী দশক হবে “রূপান্তরের দশক”। নারী, তরুণ, কৃষক ও শ্রমিকদের কাজে লাগিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য। প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, বিজয়ের সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়াই হবে এবারের বিজয় দিবসের অঙ্গীকার।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান নির্ধারিত সময়ে নির্বাচন হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচনী মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ।’

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত