ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

আইপিএল: ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার যারা

২০২৫ ডিসেম্বর ১৪ ১৬:৪২:৫৮

আইপিএল: ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার যারা

সরকার ফারাবী: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু থেকেই নিলামের টেবিলে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে। সময়ের সঙ্গে বদলেছে নিলামের ধরন, বেড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক শক্তি, আর সেই সঙ্গে আকাশছোঁয়া হয়েছে ক্রিকেটারদের দাম। ২০০৮ সালে যাত্রা শুরুর পর থেকে ২০২৫ সাল পর্যন্ত আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটারদের তালিকা দেখলেই এই পরিবর্তনের চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

আইপিএলের প্রথম নিলামেই ইতিহাস গড়েন মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ সালে ১.৫ মিলিয়ন ডলারে তাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। পরের বছর ২০০৯ সালে যৌথভাবে শীর্ষে ছিলেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফ দু’জনেরই মূল্য ছিল ১.৫৫ মিলিয়ন ডলার।

২০১০ সালে শেন বন্ড ও কাইরন পোলার্ড ৭ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়ে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হন। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরকে দলে ভেড়াতে খরচ করে ২.৪ মিলিয়ন ডলার। ২০১২ সালে রবীন্দ্র জাদেজা ২ মিলিয়ন ডলারে নিলামের শীর্ষে ওঠেন।

২০১৩ সালে গ্লেন ম্যাক্সওয়েল ১ মিলিয়ন ডলারে সবচেয়ে দামি ক্রিকেটার হন। এরপর ২০১৪ ও ২০১৫ এই দুই মৌসুমে নিলামে ঝড় তোলেন যুবরাজ সিং। এ সময় থেকেই ভারতীয় রুপিতে নিলাম শুরু হয়। ২০১৪ সালে যুবরাজের দাম ওঠে ১৪ কোটি রুপি, আর ২০১৫ সালে সেটি বেড়ে দাঁড়ায় ১৬ কোটি রুপিতে।

২০১৬ সালে শেন ওয়াটসন ৯.৫ কোটি রুপিতে নিলামের শীর্ষে ছিলেন। ২০১৭ ও ২০১৮ টানা দুই বছর সবচেয়ে দামি খেলোয়াড় হন বেন স্টোকস ২০১৭ সালে ১৪ কোটি ৫০ লাখ এবং ২০১৮ সালে ১২ কোটি ৫০ লাখ রুপিতে।

২০১৯ সালে যৌথভাবে শীর্ষে ছিলেন জয়দেব উনাদকাট ও বরুণ চক্রবর্তী দু’জনেরই দাম ছিল ৮ কোটি ৪০ লাখ রুপি। ২০২০ সালে প্যাট কামিন্স ১৫ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি হয়ে নতুন আলোচনার জন্ম দেন।

২০২১ সালে ক্রিস মরিস ভেঙে দেন আগের সব রেকর্ড। তিনি বিক্রি হন তৎকালীন সর্বোচ্চ ১৬ কোটি ২৫ লাখ রুপিতে। ২০২২ সালে ঈশান কিষান ১৫ কোটি ২৫ লাখ রুপিতে নিলামের শীর্ষে ওঠেন। ২০২৩ সালে স্যাম কারান ১৮ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি হয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হন।

২০২৪ সালে সেই রেকর্ড ভাঙেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয় ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে। আর সবশেষে ২০২৫ সালে আইপিএল নিলামে নতুন ইতিহাস রচনা করেন রিশভ পান্ট। ভারতের এই উইকেটকিপার-ব্যাটার ২৭ কোটি রুপিতে বিক্রি হয়ে আইপিএল নিলামের সর্বোচ্চ দামের ক্রিকেটার হিসেবে শীর্ষে উঠে যান।

একনজরেআইপিএল নিলামের ইতিহাসে দামি তারকাদের টাইমলাইন-

১. ২০০৮- এমএস ধোনি- ১.৫ মিলিয়ন ডলার

২. ২০০৯- কেভিন পিটারসেন, অ্যান্ড্রু ফ্লিনটফ- ১.৫৫ মিলিয়ন ডলার

৩. ২০১০- শেন বন্ড, কাইরন পোলার্ড- ৭ লাখ ৫০ হাজার ডলার

৪. ২০১১- গৌতম গম্ভীর- ২.৪ মিলিয়ন ডলার

৫. ২০১২- রবীন্দ্র জাদেজা- ২ মিলিয়ন ডলার

৬. ২০১৩- গ্লেন ম্যাক্সওয়েল- ১ মিলিয়ন ডলার

৭. ২০১৪- যুবরাজ সিং- ১৪ কোটি রুপি

৮. ২০১৫- যুবরাজ সিং- ১৬ কোটিরুপি

৯. ২০১৬- শেন ওয়াটসন- ৯.৫ কোটিরুপি

১০. ২০১৭- বেন স্টোকস- ১৪ কোটি ৫০ লাখ রুপি

১১. ২০১৮- বেন স্টোকস- ১২ কোটি ৫০ লাখরুপি

১২. ২০১৯- জয়দেব উনাদকাট, বরুণ চক্রবর্তী- ৮ কোটি ৪০ লাখরুপি

১৩. ২০২০- প্যাট কামিন্স- ১৫ কোটি ৫০ লাখরুপি

১৪. ২০২১- ক্রিস মরিস- ১৬ কোটি ২৫ লাখরুপি

১৫. ২০২২- ঈশান কিষান- ১৫ কোটি ২৫ লাখরুপি

১৬. ২০২৩- স্যাম কারান- ১৮ কোটি ৫০ লাখ রুপি

১৭. ২০২৪- মিচেল স্টার্ক- ২৪ কোটি ৭৫ লাখরুপি

১৮. ২০২৫- রিশভ পান্ট- ২৭ কোটি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত