ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ফিরছেন তারেক রহমান: বাসভবন ও রাজনৈতিক কার্যালয় প্রস্তুত

২০২৫ ডিসেম্বর ১৩ ২৩:৪১:৫২

ফিরছেন তারেক রহমান: বাসভবন ও রাজনৈতিক কার্যালয় প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবনের ইতি টেনে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে তার বসবাসের জন্য গুলশানের বাসভবন ও রাজনৈতিক কার্যালয় প্রস্তুত করার কাজ প্রায় শেষ পর্যায়ে।

সূত্র জানায়, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তার সঙ্গে একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে। অন্যদিকে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন।

সরেজমিনে দেখা গেছে, তারেক রহমান দেশে ফিরে গুলশান এভিনিউয়ের যে বাড়িতে (বাড়ি নম্বর ১৯৬) উঠবেন, সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাড়িটি ধুয়ে-মুছে পরিষ্কার করার পাশাপাশি দেয়ালে নতুন রং করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে চারপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও কাঁটাতারের বেড়া। পুলিশ বক্স বসানোর কাজও প্রায় সম্পন্ন। বাড়ির ছোট গেটটি বদলে বড় গেট লাগানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ১৯৬ নম্বর বাড়িটি প্রায় প্রস্তুত। তবে কোনো কারণে সেটি পুরোপুরি প্রস্তুত না হলে তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার ভাড়া বাসা ‘ফিরোজা’য় উঠতে পারেন। দেশে ফেরার পর তিনি গুলশানের ৮৬ নম্বর রোডে অবস্থিত চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করবেন। সেখানেও নিরাপত্তা বৃদ্ধিসহ সংস্কার কাজ প্রায় শেষ।

এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং সরকার তার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান তারেক রহমান। এরপর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দীর্ঘ সময় তিনি দেশে ফিরতে পারেননি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ সিদ্ধান্তে প্রতি ভরিতে ৩ হাজার ৪৫২... বিস্তারিত