ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ঢাবি ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ

২০২৫ ডিসেম্বর ১৩ ১০:২৪:৫৩

ঢাবি ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) পর্যায়ের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। এসব আসনের বিপরীতে আবেদন জমা দিয়েছেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ৩৭ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

এদিকে ঢাবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার দিন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা সাড়ে ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অবস্থিত পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়েও কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের পরীক্ষাকেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত