ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

২০২৫ ডিসেম্বর ১০ ১৯:৩৭:৩৮

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, মোবাইল বাজারে একচেটিয়া সিন্ডিকেট বাতিল এবং মুঠোফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার ঠিক আগে শুরু হওয়া এই বিক্ষোভে ঢাকার অন্যতম ব্যস্ত এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়কে কাঠ ও বাঁশ জড়ো করে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সেখানে কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন। বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী জানান, ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড় অবরোধ করায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

অফিস ছুটির সময়ে গুরুত্বপূর্ণ এই মোড় অবরুদ্ধ থাকায় কারওয়ান বাজার, বাংলামোটর, ফার্মগেট ও পান্থপথসহ আশপাশের সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দিনশেষে ঘরমুখী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘক্ষণ গাড়িতে আটকে থেকে বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত