ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
যে করণে সালাউদ্দিন ঘরোয়াতে আর কোচিং করাবেন না
সরকার ফারাবী: বাংলাদেশ ক্রিকেটের আলোচনায় সর্বদাই জায়গা করে নেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার হাত ধরে দেশের অসংখ্য তারকা ক্রিকেটার আজ আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত। তবে এবার নিজের পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকেই ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে বিরতি টানার ঘোষণা দিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে আর কোচিং করবেন না সালাউদ্দিন।
কারণটি তার ব্যক্তিগত, কিন্তু গভীর। ১৭ বছর বয়সী ছেলে নুহায়েল সানদীদ ইতোমধ্যে ঘরোয়া ক্রিকেটে পা রেখেছেন, পাশাপাশি জায়গা পেয়েছেন বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্পে। বাঁহাতি লেগ স্পিনার যে ধরনের ক্রিকেটার দেশে খুবই অপ্রচলিত এমন প্রতিভা দেখেই অনেকে প্রশ্ন তুলেছিলেন, এতে কি বাবার প্রভাব রয়েছে?
এই সম্ভাব্য অভিযোগ ও সমালোচনা থেকে ছেলেকে দূরে রাখতেই বড় সিদ্ধান্ত নিলেন সালাউদ্দিন।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি খোলামেলা বলেন আমি এখানে থাকলে লোকে বলবে বাবা প্রভাব খাটাচ্ছে। এটা আমি চাই না। সানদীদ যেন নিজের যোগ্যতায় এগোয় এই জন্যই ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি।
ঢাকা প্রিমিয়ার লিগে তিনটি শিরোপা, বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চারবার চ্যাম্পিয়ন করা এমন সাফল্যের পরও সালাউদ্দিনের কাছে পরিবারের মানসিক শান্তিই বড়।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ, যার দায়িত্ব চলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এর পর আর ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ে ফিরবেন না এটিই এখন চূড়ান্ত।
সালাউদ্দিন বলেন বাবা হিসেবে চাই ছেলেটা যেন শান্ত মনে খেলতে পারে। আমাকে বা তাকে নিয়ে নেতিবাচক কথা হলে সেটা তাকে মানসিকভাবে ভেঙে দিতে পারে।
শুধু ছেলে নয়, তার শত শত ছাত্রকেও ভাবেন তিনি। আমাকে নিয়ে সমালোচনা হলে আমার ছাত্ররাও মানসিকভাবে প্রভাবিত হয়। তাই পেশাদার কোচিং থেকে দূরে থাকলে তাদের জন্যও সুবিধা হবে।
দুই দশকেরও বেশি সময় ধরে কোচিং করা সালাউদ্দিন জানিয়ে দেন টাকা আমার কাছে কখনোই মূল বিষয় ছিল না। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। সম্মান আর মানসিক শান্তিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভবিষ্যতে তিনি পেশাদার লিগে না থাকলেও একাডেমিতে কাজ চালিয়ে যাবেন এবং বাংলাদেশে ওয়ান-টু-ওয়ান কোচিং সংস্কৃতি ছড়িয়ে দিতে চান।
উদাহরণ হিসেবে তিনি পাকিস্তানে অভিষেক শর্মার রূপান্তর তুলে ধরেন যুবরাজ সিংয়ের সঙ্গে ছয় বছরের ওয়ান-টু-ওয়ান কোচিং তার ব্যাটিংকে বদলে দিয়েছে। আমাদেরও সেই দিকে যেতে হবে।
বাংলাদেশ ক্রিকেটে তার দীর্ঘ অভিজ্ঞতা, ত্যাগ ও দূরদর্শী চিন্তা আবারও প্রমাণ করল সালাউদ্দিন শুধু একজন কোচ নন, একজন অভিভাবকও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)