ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
সুষ্ঠু নির্বাচনে পূর্ণ সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার সকালে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করলে তিনি এ প্রতিশ্রুতি দেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, বৈঠকে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে সামগ্রিক প্রস্তুতির সর্বশেষ হালনাগাদ তুলে ধরে। আলোচনায় উঠে আসে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন অবস্থা, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত, ব্যালটের নকশা ও রং, ভোটারদের হাতে ব্যালট পৌঁছানোর ধাপ এবং ভোটগ্রহণের সময় বাড়ানোর যৌক্তিকতা।
তিনি বলেন, জানানো হয়েছে যে জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশ-বিদেশে পোস্টাল ভোটিংয়ের প্রযুক্তিগত অংশ দেশীয় বিশেষজ্ঞরা পরিচালনা করছেন বলেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
আখতার আহমেদ বলেন, এসব বিষয় রাষ্ট্রপতি মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতি তাঁকে আরও আশাবাদী করেছে। তিনি পরিষ্কারভাবে জানান সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা তিনি প্রদান করবেন।
তফসিল ঘোষণার বিষয়ে ইসি সচিব বলেন, বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। পরে কমিশনারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তফসিল ঘোষণার সময় ঠিক করা হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।
এদিন দুপুর ১২টা ২০ মিনিটে সিইসির নেতৃত্বে ইসি প্রতিনিধিদল বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় করে। দলে ছিলেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.), তাহমিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাছউদ এবং ইসি সচিব আখতার আহমেদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা