ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সুষ্ঠু নির্বাচনে পূর্ণ সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির

২০২৫ ডিসেম্বর ১০ ১৫:২৯:২৪

সুষ্ঠু নির্বাচনে পূর্ণ সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার সকালে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করলে তিনি এ প্রতিশ্রুতি দেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, বৈঠকে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে সামগ্রিক প্রস্তুতির সর্বশেষ হালনাগাদ তুলে ধরে। আলোচনায় উঠে আসে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন অবস্থা, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত, ব্যালটের নকশা ও রং, ভোটারদের হাতে ব্যালট পৌঁছানোর ধাপ এবং ভোটগ্রহণের সময় বাড়ানোর যৌক্তিকতা।

তিনি বলেন, জানানো হয়েছে যে জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশ-বিদেশে পোস্টাল ভোটিংয়ের প্রযুক্তিগত অংশ দেশীয় বিশেষজ্ঞরা পরিচালনা করছেন বলেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

আখতার আহমেদ বলেন, এসব বিষয় রাষ্ট্রপতি মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতি তাঁকে আরও আশাবাদী করেছে। তিনি পরিষ্কারভাবে জানান সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা তিনি প্রদান করবেন।

তফসিল ঘোষণার বিষয়ে ইসি সচিব বলেন, বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। পরে কমিশনারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তফসিল ঘোষণার সময় ঠিক করা হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।

এদিন দুপুর ১২টা ২০ মিনিটে সিইসির নেতৃত্বে ইসি প্রতিনিধিদল বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় করে। দলে ছিলেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.), তাহমিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাছউদ এবং ইসি সচিব আখতার আহমেদ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত