ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

ইতিহাস গড়ে আবারও বর্ষসেরা মেসি

২০২৫ ডিসেম্বর ১০ ১১:৩৭:৫৯

ইতিহাস গড়ে আবারও বর্ষসেরা মেসি

নিজস্ব প্রতিবেদক: বয়স মানা নয় লিওনেল মেসি আবারও ফুটবলের মাঠ মাতিয়েছেন। ইন্টার মিয়ামিকে ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতিয়েছেন, পাশাপাশি নিজের নাম জুড়ে দিয়েছেন একাধিক রেকর্ড। এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি এমএলএস মৌসুমের সেরা খেলোয়াড় এবং ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) নির্বাচিত হয়েছেন।

৭০ শতাংশ ভোটে মেসি নির্বাচিত হয়েছেন মৌসুমের সেরা হিসেবে। গণমাধ্যমের ভোটে পেয়েছেন ৮৩.০৫ শতাংশ, খেলোয়াড়দের ভোটে ৫৫.১৭ শতাংশ এবং ক্লাবের ভোটে ৭৩.০৮ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সান দিয়েগোর উইঙ্গার অ্যান্ডার্স ড্রেয়ার পেয়েছেন মাত্র ১১ শতাংশ ভোট।

এমএলএস ইতিহাসে টানা দুই মৌসুমে বর্ষসেরা হওয়ার কীর্তি এবারই প্রথম। দুইবার এমভিপি জেতা দ্বিতীয় ফুটবলার হিসেবে নাম লিখিয়েছেন মেসি; এর আগে এই অর্জন ছিল কেবল প্রেকির (১৯৯৭ ও ২০০৩) এর।

২০২৫ মৌসুমে মেসির পারফরম্যান্স ছিল অসাধারণ। লিগে ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। এছাড়া ১৯টি অ্যাসিস্টও করেছেন। টানা দুই মৌসুমে অন্তত ৩৬ গোলে সরাসরি অবদান রাখা একমাত্র ফুটবলার তিনি এমএলএসে।

মৌসুমে আরও কিছু নতুন রেকর্ডও সৃষ্টি করেছেন। ২৮ মে থেকে ১২ জুলাই পর্যন্ত টানা পাঁচ ম্যাচে গোল করার নজির স্থাপন করেছেন।

পিএসজি থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার সময় ক্লাবটি লিগের নিচের দিকেই ছিল। মেসির নেতৃত্বে দলটি উঠে এসেছে প্রথম এমএলএস কাপ জয়ী হিসেবে। প্লে-অফে মেসির অবদান ৬ গোল ও ৯ অ্যাসিস্ট। ৬ ডিসেম্বর ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারাতে দুই গোল করেছেন মেসি।

ব্যক্তিগত অর্জনের তালিকাতেও মেসি অসাধারণ। ইতিমধ্যে তাঁর নামের পাশে রয়েছে ৮ ব্যালন ডি’অর, ৮ পিচিচি, ৬ লা লিগা সেরা খেলোয়াড়, ৩ ফিফা বেস্ট, ৩ ইউয়েফা সেরা, ২ বিশ্বকাপ গোল্ডেন বল এবং ১৫ বার আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এখন পর্যন্ত মোট ট্রফির সংখ্যা ৪৮। বিশ্বকাপ জিতলে স্পর্শ করতে পারেন ‘হাফ সেঞ্চুরি’ ট্রফির মাইলফলক।

বিশ্বকাপের আগে স্পেনের বিপক্ষে ফাইনালিসিমা খেলবে আর্জেন্টিনা। সেখানেও দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মাঠে থাকবেন লিওনেল মেসি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ