ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর দিল সরকার

২০২৫ ডিসেম্বর ০৯ ২৩:৪০:২৮

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর দিল সরকার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীবাসীর যাতায়াতে স্বস্তি ফেরানো মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট (VAT) অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়াতে যাচ্ছে সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বর এই সুবিধা শেষ হওয়ার কথা থাকলেও, যাত্রীদের সুবিধার্থে তা আগামী জুন মাস পর্যন্ত বর্ধিত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, “বর্তমানে এনবিআর এককভাবে কর অব্যাহতির সিদ্ধান্ত নিতে পারে না, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। সরকার মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতিমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং (যাচাই-বাছাই) সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন এলেই প্রজ্ঞাপন জারি করা হবে।”

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে এটি জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা থাকলেও যাত্রীদের দাবির মুখে এনবিআর ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভ্যাট অব্যাহতি সুবিধা দিয়েছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আগামী জুন পর্যন্ত বাড়তি ভ্যাট ছাড়াই যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

মেট্রোরেল ছাড়াও হজযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে এনবিআর। আগামী বছর থেকে হজের বিমান টিকিটের ওপর আরোপিত ৫ হাজার টাকার আবগারি শুল্ক (এক্সাইজ ডিউটি) প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবও ইতিমধ্যে অনুমোদন পেয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত