ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

২০২৫ ডিসেম্বর ০৯ ১৬:০৪:০৪

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকা এবং এর আশপাশে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে, যা প্রকাশিত হয় মঙ্গলবার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আওতায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশদ্বার এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে কোনো ধরনের সভা, মিছিল, মানববন্ধন, শোভাযাত্রা বা গণজমায়েত করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া ও প্রতিবাদ কর্মসূচির নামে যত্রতত্র সড়ক অবরোধ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের প্রতি আবারও আহ্বান জানানো হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত