ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

ইসলামী ব্যাংকের নতুন এজিএম- এর সময়সূচি ঘোষণা

২০২৫ ডিসেম্বর ০৯ ১২:৩৫:২০

ইসলামী ব্যাংকের নতুন এজিএম- এর সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে চলমান অনিশ্চয়তা শেষপর্যন্ত কাটল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনার পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ দ্রুত এজিএমের নতুন তারিখ চূড়ান্ত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার (৯ ডিসেম্বর) জানিয়েছে, গত ৮ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এজিএমের পুনর্নির্ধারিত তারিখ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

পর্ষদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক গত ৭ ডিসেম্বর ২০২৫ প্রদত্ত আদেশ (কোম্পানি ম্যাটার নং–১১০৭ অব ২০২৫) অনুযায়ী। আদালতের নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করতেই জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের ৪২তম এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টায়। সভাটি সম্পূর্ণভাবে সশরীরে অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট।

জুয়েল/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত