ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ইসি সচিবের আচরণে ক্ষোভ, নিন্দা কর্মকর্তাদের
নিজস্ব প্রতিবেদক: উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন জ্যেষ্ঠ সচিবের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, ২ ডিসেম্বর কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ন্যায্য দাবি সংক্রান্ত কার্যবিবরণী প্রধান নির্বাচন কমিশনারের নিকট হস্তান্তর করতে গেলে জ্যেষ্ঠ সচিব ‘অপ্রত্যাশিত আচরণ’ প্রদর্শন করেন। এতে অফিসিয়াল কাজ বাধাগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষকে এর জন্য দায় নিতে হবে বলেও জানিয়েছে অ্যাসোসিয়েশন।
৬ ডিসেম্বর সন্ধ্যায় মোহাম্মদ আশফাকুর রহমানের আহ্বায়কত্বে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জরুরি সভায় সাধারণ সদস্যবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন এবং সর্বসম্মতিক্রমে ৯টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে জ্যেষ্ঠ সচিবের আচরণের নিন্দা এবং পদোন্নতি, অফিস স্বয়ংসম্পূর্ণকরণসহ অন্যান্য পদক্ষেপ অন্তর্ভুক্ত ছিল।
সভায় নির্বাচনী কর্মকর্তাদের সার্ভিস কমিশন বাস্তবায়ন, পদোন্নতি, অফিস পরিচালনার উন্নয়ন ও রিটার্নিং অফিসার নিয়োগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়। প্রধান সিদ্ধান্তগুলো হলো-
১. নির্বাচন কমিশন সার্ভিস বাস্তবায়ন: দ্রুত বিধিমালা প্রণয়ন ও গেজেট আকারে প্রকাশ।
২. রিটার্নিং অফিসার নিয়োগে পরিবর্তন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে ইসি’র নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ। ৩০০ আসনের প্রত্যেকটিতে দুজন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ।
৩. পদ আপগ্রেডেশন ও পদোন্নতি: উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৯ম গ্রেডে উন্নীত করা। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি।
৪. অফিসকে স্বয়ংসম্পূর্ণকরণ: ডাটা এন্ট্রি অপারেটর, স্ক্যানিং অপারেটর, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মী পদ সৃষ্টিসহ অভিজ্ঞ জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর।
৫. পূর্ণাঙ্গ কমিটি: উপজেলা অফিসার্স অ্যাসোসিয়েশন এবং আঞ্চলিক কমিটি দ্রুত ঘোষণা ও সহকারী উপজেলা নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ঐক্য পরিষদ গঠন।
৬. যানবাহন সরবরাহ: উপজেলা নির্বাচন কর্মকর্তার জন্য ডাবল কেবিন পিকআপ এবং সহকারী কর্মকর্তার জন্য মোটরসাইকেল। বিকল্পভাবে অব্যবহৃত উপজেলা চেয়ারম্যানের গাড়ি বরাদ্দ।
৭. ভোটার তালিকা মুদ্রণের দায়িত্ব: উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসারের তত্ত্বাবধানে।
৮. সিইসি-কে ধন্যবাদ: ২ ডিসেম্বর ইসি’র আন্তরিক আশ্বাস ও পদোন্নতি সংক্রান্ত সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন।
৯. অপ্রত্যাশিত আচরণের নিন্দা: জ্যেষ্ঠ সচিবের আচরণের ফলে কর্মকর্তাদের ক্ষোভ ও অফিসিয়াল কাজ বাধাগ্রস্ত হওয়ায় নিন্দা প্রকাশ এবং ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান।
অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. ইউসুফ-উর-রহমান এবং আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি