ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

ডিভিডেন্ড অনুমোদন করেছে কোহিনূর কেমিক্যাল

২০২৫ ডিসেম্বর ০৭ ১৯:৩৯:৩১

ডিভিডেন্ড অনুমোদন করেছে কোহিনূর কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৬৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক অনুমোদন করেছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। কোম্পানির ৩৮তম এজিএম এ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আজ ৭ ডিসেম্বর, রোববার বিকেল সোয়া ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব মো. কামরুজ্জামান এবং সিএফও মোহা. শামীম কবির।

সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। শেয়ারহোল্ডাররা আলোচ্যসূচির সব বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত