ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ফেব্রুয়ারিতে নির্বাচন? সুষ্ঠু ভোটে ইসির পাঁচ শর্ত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) পুরো প্রক্রিয়াকে চূড়ান্ত রূপ দিচ্ছে। ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটগ্রহণের লক্ষ্য নির্ধারণ করে ইসি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধারাবাহিক সভা শেষ করে কমিশন জানিয়ে দিয়েছে নিরাপদ, সুষ্ঠু ও আধুনিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই এবার তাদের মূল অঙ্গীকার।
২৭ নভেম্বর অনুষ্ঠিত চূড়ান্ত সমন্বয় বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। সেখানে পাঁচটি মূল শর্ত পূরণের ওপর গুরুত্ব দেয় ইসি যোগ্য প্রার্থীর নির্ভয়ে প্রার্থী হওয়া, ভোটারের স্বাধীনভাবে কেন্দ্রে এসে ভোট প্রদান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, প্রদত্ত ভোটের সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা।
ইসির এক শীর্ষ কর্মকর্তা জানান, পরিকল্পিত নাশকতা, কালো টাকা, ক্রস-বর্ডার যোগাযোগ, সাইবার আক্রমণ ও ডিপফেক–এগুলোকে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো মোকাবিলায় শক্তিশালী মনিটরিং সেল ও সাইবার অপারেশন সেল গঠনের প্রস্তাব দেওয়া হয়। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসারসহ সব বাহিনী তাদের চ্যালেঞ্জ ও প্রস্তাব তুলে ধরেছে।
বিশেষ করে ক্যাম্প স্থাপনে আবাসন সংকট, যানবাহন ঘাটতি, ভুয়া ফোনকল শনাক্তকরণ, পাহাড়ি এলাকায় পরিবহন ব্যবস্থা এবং আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। বাহিনীগুলো জুরিসডিকশন নিরপেক্ষ দ্রুত রেসপন্স এবং মাঠপর্যায়ে সর্বোচ্চ সমন্বয়ের ওপর জোর দিয়েছে।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয় সেল, হোয়াটসঅ্যাপ ভিত্তিক র্যাপিড কমিউনিকেশন, রেড-ইয়েলো-গ্রিন জোনভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, সাইবার সুরক্ষা জোরদারকরণ, বাহিনীর দৃশ্যমান উপস্থিতি ও অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স সবকিছুই আলোচনায় স্থান পায়।
নির্বাচন কমিশন ভোট সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ৩৫টি সিদ্ধান্তও চূড়ান্ত করেছে, যার মধ্যে রয়েছে ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, তাৎক্ষণিক রেসপন্স ব্যবস্থা, সমন্বয় সেল, ডিজিটাল ডিজইনফরমেশন প্রতিরোধ, রিজার্ভ মোতায়েন পরিকল্পনা ও থ্রেট–ভিত্তিক নিরাপত্তা জোন।
সব সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কাঙ্ক্ষিতভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে আশা করছে নির্বাচন কমিশন, আর এ লক্ষ্যেই তারা নির্বাচনপূর্ব প্রতিটি ধাপ সুচারুভাবে এগিয়ে নিচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন