ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

আজ ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর

২০২৫ ডিসেম্বর ০৫ ০৯:৩৬:৩৩

আজ ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: শীতের দাপট ধীরে ধীরে বাড়লেও রাজধানী ঢাকা আজও প্রায় একই আবহাওয়ার মধ্যে দিন শুরু করেছে। সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াই দিনের বেশিরভাগ সময় কাটতে পারে নগরবাসীর।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণভাবে অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

দিন বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা শীতলতা কমলেও সামগ্রিকভাবে আবহাওয়ার ধরণ অপরিবর্তিত থাকতে পারে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত