ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

পুলিশ কমিশন অধ্যাদেশ পাস, গণপ্রতিনিধিত্ব আদেশে এলো ২ সংশোধনী

২০২৫ ডিসেম্বর ০৪ ২০:১৯:০৯

পুলিশ কমিশন অধ্যাদেশ পাস, গণপ্রতিনিধিত্ব আদেশে এলো ২ সংশোধনী

নিজস্ব প্রতিবেদক: পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে ‘পুলিশ কমিশন অধ্যাদেশ’ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব তথ্য জানান।

৫ সদস্যের পুলিশ কমিশন গঠন

উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, পুলিশ কমিশন অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পুলিশ কমিশন গঠন করা হবে। এই কমিশনের বাকি চারজন সদস্য হবেন—গ্রেড-১ পদমর্যাদার একজন সরকারি কর্মকর্তা, গ্রেড-১ পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং মানবাধিকার ও সুশাসন নিয়ে কাজ করা অন্তত ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তি।

কমিশনের মূল কাজ হবে পুলিশকে রাজনৈতিক ও বাহ্যিক প্রভাবমুক্ত রাখা, বাহিনীর আধুনিকায়ন, প্রশিক্ষণ এবং নাগরিকদের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তি করা। পুলিশ সদস্যদের বিরুদ্ধে পেশাগত অভিযোগের বিচারও করবে এই কমিশন।

আরপিওতে ২ সংশোধনী

আসন্ন নির্বাচন ও প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সহজ করতে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) দুটি সংশোধনী আনা হয়েছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

১. ভোট বাতিল প্রসঙ্গ: ব্যালট পেপারে নির্ধারিত স্থানের বাইরে বা একাধিক স্থানে সিল দেওয়া হলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে। একইভাবে কোনো সিল না থাকলেও তা গণনা করা হবে না।

২. পোস্টাল ভোট: প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের সঙ্গে অবশ্যই একটি স্বাক্ষরিত ঘোষণা (Declaration) থাকতে হবে। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ভোটের দিন পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় ধরা হবে। সাধারণ ভোটের সঙ্গেই এই ভোট গণনা করা হবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন... বিস্তারিত