ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট, থাকছে যেসব বৈশিষ্ট্য

২০২৫ ডিসেম্বর ০২ ২০:৪৫:৩৬

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট, থাকছে যেসব বৈশিষ্ট্য

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে বাজারে আসছে নতুন নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এই নোটটি প্রথমবারের মতো অবমুক্ত করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের অংশ হিসেবে এই নতুন নোটটি বাজারে ছাড়া হচ্ছে।

নোটের নকশা ও বৈশিষ্ট্য: ১৫২ মি.মি. x ৬৫ মি.মি. আকারের এই নোটের সম্মুখভাগে বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনার এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। আর নোটের পেছন ভাগে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি। নোটে মূলত সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা: জাল নোট প্রতিরোধে এতে ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটের ডানদিকের কোণায় ‘500’ লেখাটি রঙ পরিবর্তনশীল কালিতে মুদ্রিত, যা নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হবে। এছাড়া ৪ মি.মি. চওড়া প্যাঁচানো নিরাপত্তা সুতা, জলছাপে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের চেনার সুবিধার্থে ৫টি ছোট বৃত্তসহ নানা আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এতে যুক্ত করা হয়েছে।

প্রাপ্তিস্থান ও বৈধতা: আগামী ৪ ডিসেম্বর প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। পরবর্তীতে অন্যান্য শাখা থেকেও তা সংগ্রহ করা যাবে। নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে বাজারে প্রচলিত ৫০০ টাকার অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত